আলিয়া মাদ্রাসার ক্লাসের নাম সমূহ

আলিয়া মাদ্রাসার ক্লাসের নাম সমূহ
Written by IQRA Bari

আলিয়া মাদ্রাসা হলো সরকারিভাবে স্বীকৃত একটি ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান। এই মাদ্রাসাগুলোতে ইসলামী শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষাও দেওয়া হয়। এজন্য আলিয়া মাদ্রাসার ক্লাসের নাম সমূহ প্রায় সাধারণ শিক্ষার ক্লাসের নামের মতই। তবে কিছুটা ভিন্নতা রয়েছে।

আলিয়া মাদ্রাসার শিক্ষাব্যবস্থার পুরো সিলেবাসকে ৫ টি ভাগে ভাগ করা যায়। যথা -প্রাথমিক শিক্ষা (ইবতেদায়ী), নিম্ন মাধ্যমিক শিক্ষা (দাখিল), উচ্চ মাধ্যমিক শিক্ষা (আলিম), স্নাতক শিক্ষা (ফাজিল) এবং স্নাতকোত্তর শিক্ষা (কামিল) ইত্যাদি।

আপনি যদি সাধারণ শিক্ষার ক্লাস গুলোর মতই এটিকে বিবেচনা করেন তবে বিষয়টা বুঝতে সহজ হবে। দাখিল এর সমমান এসএসসি, আলিম এর সমমান এইচএসসি, ফাজিল এর সমমান অনার্স এবং কামিল এর সমমান মাস্টার্স।

আলিয়া মাদ্রাসার ক্লাসের নাম সমূহ

আলিয়া মাদ্রাসার সিলেবাসে ক্লাসের নাম সমূহ যেভাবে উল্লেখ করা হয় এবং উক্ত ক্লাস গুলোতে যেই বিষয়ের উপর শিক্ষাদান করা হয়, তার একটি গাইড উপস্থাপন করা হলো। –

প্রাথমিক শিক্ষা (ইবতেদায়ী):

এই স্তরের শিক্ষার্থীদেরকে কুরআন শরীফ, আরবি, বাংলা, অংক, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান ইত্যাদি বিষয়ে পাঠদান করা হয়। এই স্তরের মেয়াদ সাধারণত ৫ বছর।

ইবতেদায়ী শিক্ষার ৫ বছর মূলত সাধারণ শিক্ষার ক্লাসের নামের মতই। যেমন-

  • প্রথম শ্রেণি
  • দ্বিতীয় শ্রেণি
  • তৃতীয় শ্রেণি
  • চতুর্থ শ্রেণি
  • পঞ্চম শ্রেণি ইত্যাদি।

নিম্ন মাধ্যমিক শিক্ষা (দাখিল):

এই স্তরের শিক্ষার্থীদেরকে কুরআন শরীফ, আরবি, বাংলা, ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, রসায়ন, ইসলামী শিক্ষা, ইতিহাস, ভূগোল ইত্যাদি বিষয়ে পাঠদান করা হয়। এই স্তরের মেয়াদ সাধারণত ৫ বছর।

নিম্নমাধ্যমিক শিক্ষার ৫ বছরের শ্রেণিগুলোর নাম যেমন-

  • ষষ্ঠ শ্রেণি
  • সপ্তম শ্রেণি
  • অষ্টম শ্রেণি (জেডিসি পরীক্ষা)
  • নবম শ্রেণি
  • দশম শ্রেণি (দাখিল পরীক্ষা)

উচ্চ মাধ্যমিক শিক্ষা (আলিম):

এই স্তরের শিক্ষার্থীদেরকে কুরআন শরীফ, আরবি, বাংলা, ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, রসায়ন, ইসলামী শিক্ষা, তাফসির, হাদিস, ফিকহ, উসূলে ফিকহ, তাজভিদ, আরবি ব্যাকরণ, ইতিহাস, ভূগোল ইত্যাদি বিষয়ে পাঠদান করা হয়। এই স্তরের মেয়াদ সাধারণত ২ বছর।

উচ্চ মাধ্যমিক শ্রেণিতে ২ বছর পড়তে হয়। ক্লাসের নাম সমূহ হলো –

  • আলিম ১ম. বর্ষ
  • আলিম ২য়. বর্ষ ইত্যাদি।

স্নাতক শিক্ষা (ফাজিল):

এই স্তরের শিক্ষার্থীদেরকে কুরআন শরীফ, আরবি, বাংলা, ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, রসায়ন, ইসলামী শিক্ষা, তাফসির, হাদিস, ফিকহ, উসূলে ফিকহ, তাজভিদ, আরবি ব্যাকরণ, ইতিহাস, ভূগোল, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি ইত্যাদি বিষয়ে পাঠদান করা হয়। এই স্তরের মেয়াদ সাধারণত ৩ বছর।

স্নাতক শিক্ষার ৩ বছর কোর্সের ক্লাস সমূহের নাম যেমন-

  • ফাজিল ১ম. বর্ষ
  • ফাজিল ২য়. বর্ষ
  • ফাজিল ৩য়. বর্ষ

স্নাতকোত্তর শিক্ষা (কামিল):

এই স্তরের শিক্ষার্থীদেরকে কুরআন শরীফ, আরবি, বাংলা, ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, রসায়ন, ইসলামী শিক্ষা, তাফসির, হাদিস, ফিকহ, উসূলে ফিকহ, তাজভিদ, আরবি ব্যাকরণ, ইতিহাস, ভূগোল, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, ইসলামী আইন ও সংবিধান, ইসলামী ইতিহাস, ইসলামী দর্শন, ইসলামী অর্থনীতি ইত্যাদি বিষয়ে পাঠদান করা হয়। এই স্তরের মেয়াদ সাধারণত ২ বছর।

স্নাতকোত্তর শিক্ষায় ২ বছরের কোর্স সমূহের নাম যেমন –

  • কামিল ১ম. বর্ষ
  • কামিল ২য়. বর্ষ

আলিয়া মাদ্রাসার ক্লাসের নাম সমূহ এবং এর পাঠ্যক্রম বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় দ্বারা প্রণয়ন করা হয়। একজন শিক্ষার্থীকে প্রাথমিক শিক্ষাথেকে স্নাতকোত্তর পর্যন্ত আসতে প্রায় ১৭ বছর পড়াশোনা করতে হয়। কোর্সভেদে আরও বেশি সময়ও প্রয়োজন হতে পারে।

Leave a Comment

error: Content is protected !!