প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বাংলা শব্দ দিয়ে বিভিন্ন ধরণের বাক্য গঠন করা প্রতিদিনের স্কুল রুটিনের একটি কাজ। বিশেষ করে ক্লাস ওয়ান থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বাক্য রচনা খুবই গুরুত্বের সাথে অনুশীলন করা হয়।
যেই শিক্ষার্থীরা বাক্য গঠনে পারদর্শিতা অর্জন করতে পারে, তাদের মধ্যে সৃজনশীলতা বৃদ্ধি পায়। এজন্যই মূলত প্রাথমিক শিক্ষার্থীদেরকে অত্যন্ত জোরালো পদক্ষেপের মাধ্যমে বাক্য রচনার অনুশীলন করানো হয়।
শিক্ষার্থীদের সুবিধার্থে এই ব্লগে ৫ টি শব্দ যথা – অবরোধ, স্বাধীন, রাজনীতি, জনক ও সসীম দিয়ে বাক্য গঠন করে দেখাবো। সুতরাং, শিক্ষার্থীদের জন্য এই ব্লগটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে।
আরও পড়ুনঃ বাংলাদেশ সম্পর্কে ১০ টি বাক্য বাংলায় ও ইংরেজিতে শিখে নিন
তুমিও যদি একজন প্রাথমিক শিক্ষার্থী হয়ে থাকো, তবে মনোযোগ দিয়ে উল্লেখিত ৫ টি বাংলা শব্দ দিয়ে বাক্য গঠনের নমুনা দেখে নাও। এতে করে পরীক্ষায় ভালো নাম্বার পেতে পারো।
সসীম দিয়ে বাক্য গঠন
- হায়াত সসীম।
- মানুষের চাওয়া সর্বদা সসীম হওয়া চাই।
- তোমার অসীম কৃপা সসীম হবে না কভু।
- বিশ্ব জ্ঞান ভাণ্ডারে মানুষ সসীম জ্ঞানের অধিকারী।
- সসীম শক্তি কখনই অসীম শক্তিকে ভেদ করতে পারে না।
অবরোধ দিয়ে বাক্য গঠন
- বিদ্বানকে অবরোধ করে রেখো না।
- সত্যকে অবরোধ করে রাখা যায় না।
- অন্যায়ের বিরুদ্ধে অবরোধ গড়ে তোলো।
- অবরোধ মানে থেমে যাওয়া, থামিয়ে দেওয়া।
- সাগরের জলস্রোতকে কখনই অবরোধ করা সম্ভব না।
আরও পড়ুনঃ মাঝি, স্কুল, জাতীয়, শীত ও পতাকা দিয়ে বাক্য গঠন
রাজনীতি দিয়ে বাক্য গঠন
- রাজনীতি মানে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা করা।
- বিদ্বেষহীন রাজনীতি কতইনা সুন্দর।
- রাজনীতি করা মানে জাতির দায়িত্ব নেওয়া।
- মানুষের কল্যাণে রাজনীতি কর।
- সহিংসতার রাজনীতি ভুলে যাও।
জনক দিয়ে বাক্য গঠন
- কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ।
- গুগলের জনক সার্জেই বিন।
- চিকিৎসা বিজ্ঞানের জনক ইবনে সিনা।
- মোবাইল ফোনের জনক মার্টিন কুপার।
- মাইক্রোসফটের জনক বিল গেটস।
আরও পড়ুনঃ পাতা, সুন্দর, আনন্দ, সজীব ও ফুল দিয়ে বাক্য গঠন
স্বাধীন দিয়ে বাক্য গঠন
- ইতিহাস সমৃদ্ধ স্বাধীন দেশ বাংলাদেশ।
- পাখিরা স্বাধীন আকাশে ঘুরে বেড়ায়।
- বিজয়ের পতাকা স্বাধীন আকাশে উড়ে।
- বন্দি পাখিকে স্বাধীন ভাবে বাঁচতে দাও।
- মানুষ স্বাধীন ভাবে থাকতে চায়।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলা ভাষায় নিজের সৃজনশীলতা প্রকাশের জন্য শব্দ দিয়ে বাক্য গঠনের বিকল্প অনুশীলন নেই। বাংলা সাহিত্যে নিজেকে পারদর্শী করে তুলতে ভাষার শব্দ ভাণ্ডারকে আয়ত্ব করা জরুরি। তারপর উক্ত শব্দ গুলো দ্বারা বিভিন্ন ধরণের বাক্য রচনার প্রাক্টিস করতে হবে।
এই ব্লগে আমি ৫ টি শব্দ যথা – অবরোধ, স্বাধীন, রাজনীতি, জনক ও সসীম দিয়ে বাক্য গঠন করে দেখিয়েছি। ব্লগটি যদি তোমরা মনোযোগ সহকারে পড়ে থাকো, তবে আমি আশাবাদী এখন থেকে উক্ত শব্দ গুলো দ্বারা একাধিক বাক্য তৈরি করতে পারবে অনাসেই।