প্রাথমিক পর্যায়ে প্রত্যেক শিক্ষার্থীকেই বাংলা শব্দ দিয়ে অর্থপূর্ণ বাক্য গঠনের অনুশীলন করতে হয়। বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানেই বাংলা ভাষা ও ব্যাকরণ বিভাগে গভীর মনোযোগের সাথে শিক্ষার্থীদেরকে বাক্য রচনার প্রতি জোর দেওয়া হয়।
এতে করে শিক্ষর্থীরা বাংলা সাহিত্যের জ্ঞানে পারদর্শিতা অর্জন করতে পারে। শিক্ষার্থীদের সুবিধার্থে আমরা ইতোমধ্যেই বিভিন্ন ব্লগ প্রকাশ করেছি। এই ব্লগের বিষয় হলো ৫ টি শব্দ যথা -উষ্ণ, স্তব্ধ, ধাপ্পা, লব্ধ ও ক্ষুব্ধ দিয়ে বাক্য গঠন করা।
শিক্ষার্থীদের মধ্যে যারা প্রাথমিক পর্যায়ে পড়াশোনা করছে, তাদের জন্য এই ব্লগটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং মনোযোগ দিয়ে বাংলা শব্দ দিয়ে বাক্য গঠনের এই পর্বটি অনুশীলন কর।
ক্ষুব্ধ দিয়ে বাক্য গঠন
- স্রষ্টাকে ক্ষুব্ধ করো না।
- রাজামশায় আজ সারাদিন ক্ষুব্ধ ছিল।
- মৌমাছিরা ক্ষুব্ধ হয়ে ঘুরছে।
- কুকুরকে ক্ষুব্ধ করো না।
- ভালো কাজে শয়তান ক্ষুব্ধ হয়।
লব্ধ দিয়ে বাক্য গঠন
- পড়াশোনার মাধ্যমে জ্ঞান লব্ধ করা যায়।
- আমি মুক্তিযুদ্ধের ইতিহাস লব্ধ করেছি।
- আজ মনের আশা লব্ধ হয়েছে।
- দামাল ছেলেদের ত্যাগের বিনিময়ে স্বাধীনতা লব্ধ হয়েছে।
- সাধনার মাধ্যমে সাফল্য লব্ধ করা যায়।
আরও পড়ুনঃ মাঝি, স্কুল, জাতীয়, শীত ও পতাকা দিয়ে বাক্য গঠন
ধাপ্পা দিয়ে বাক্য গঠন
- কাউকে ধাপ্পা দিও না।
- মানুষকে ধাপ্পা দেওয়া মহাপাপ।
- শয়তানের ধাপ্পায় মানুষ মন্দকাজ করে।
- ধাপ্পাবাজি কেহই পছন্দ করে না।
- ধাপ্পাবাজ বন্ধু থেকে দূরে থেকো।
স্তব্ধ দিয়ে বাক্য গঠন
- রাতের গভীরে সবকিছুই স্তব্ধ হয়ে যায়।
- আজ পাখিদের গান নেই, চারদিকে স্তব্ধ পরিবেশ।
- নামাজে তোমরা স্তব্ধ থেকো।
- কষ্ট পেলে স্তব্ধ থাকা যায় না।
- গ্রীষ্মের স্তব্ধ দুপুরে এক গ্লাস শরবত প্রশান্তি এনে দেয়।
আরও পড়ুনঃ অবরোধ, স্বাধীন, রাজনীতি, জনক ও সসীম দিয়ে বাক্য গঠন
উষ্ণ দিয়ে বাক্য গঠন
- বাংলাদেশের জলবায়ু কিছুটা উষ্ণ, আদ্র ও নাতিশীতোষ্ণ।
- রোদের উষ্ণ তাপে যেও না।
- গাছ কেটে ফেলার কারণে জলবায়ু উষ্ণ হয়ে যাচ্ছে।
- সৌদি আরব উষ্ণপ্রধান একটি অঞ্চল।
- উষ্ণতায় বরফ গলে যাচ্ছে।
প্রিয় শিক্ষার্থী, বাংলা যে কোনো শব্দ দিয়ে বাক্য গঠনের পূর্বে অবশ্যই সেই শব্দের অর্থটি জেনে নেওয়া ভালো। তাহলে অর্থপূর্ণ এবং শুদ্ধ বাক্য রচনা করতে অনেক সহজ হবে।
এই ব্লগে উল্লেখিত পাঁচটি শব্দ তথা – উষ্ণ, স্তব্ধ, ধাপ্পা, লব্ধ ও ক্ষুব্ধ দিয়ে বাক্য গঠন করে দেখানো হয়েছে। তোমরা যদি মনোযোগের সাথে ব্লগটি অনুশীলন কর তাহলে নিশ্চই উক্ত শব্দ গুলো দ্বারা একাধিক বাক্য রচনা তুমি নিজেই করতে পারবে।
আমরা তোমাদের জন্য প্রতিনিয়তই শিক্ষা বিষয়ক ব্লগ প্রকাশ করছি। তোমাদের প্রয়োজন মতো ইকরা বাড়ি ওয়েবসাইট থেকে পড়ে নাও। আশাকরি তোমরা উপকৃত হবে।