অপরিচিতা গল্পটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি চমৎকার রচনা। গল্পটি একাদশ শ্রেণি তথা এইচএসসি ও আলিম পাঠ্যক্রমের বাংলা প্রথম পত্রে সংযোজন করা হয়েছে। অপরিচিতা গল্পের mcq প্রশ্নের উত্তর জানার মাধ্যমে শিক্ষার্থীরা পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি নিতে পারবে।
অপরিচিতা গল্পের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. অনুপমের বাবা কী করে জীবিকা উপার্জন করতেন?
(ক) ডাক্তারি
(খ) ওকালতি
(গ) মাস্টারি
(ঘ) ব্যবসা
🔘 উত্তর: (খ) ওকালতি
২. ‘অপরিচিতা’ গল্পের শুরুতে লেখক তার বয়স কত উল্লেখ করেছেন?
(ক) পঁচিশ বছর
(খ) ছাব্বিশ বছর
(গ) সাতাশ বছর
(ঘ) আটাশ বছর
🔘 উত্তর: (গ) সাতাশ বছর
৩. অনুপম কার হাতে মানুষ?
(ক) মা’র
(খ) বাবার
(গ) মামার
(ঘ) ধাত্রীর
🔘 উত্তর: (ক) মা’র
- Related: অপরিচিতা গল্পের মূল কথা বা বিষয়বস্তু
৪. ‘অপরিচিতা’ গল্পে ‘হাঁফ’ শব্দটি দ্বারা কী বোঝান হয়েছে?
(ক) অর্ধেক
(খ) সঙ্গীতের বিশেষ রাগ
(গ) হাঁপানি
(ঘ) দম
🔘 উত্তর: (ঘ) দম
৫. অনুপমের আসল অভিভাবক কে?
(ক) বাবা
(খ) মা
(গ) মামা
(ঘ) শ্বশুর
🔘 উত্তর: (গ) মামা
৬. অনুপমের শিক্ষাগত যোগ্যতা কী?
(ক) স্নাতক
(খ) স্নাতকোত্তর
(গ) এলএলবি
(ঘ) কলেজের সব পরীক্ষা পাস
🔘 উত্তর: (ঘ) কলেজের সব পরীক্ষা পাস
৭. অনুপমের মা কেমন ঘরের মেয়ে?
(ক) বামুনের
(খ) গরিবের
(গ) কায়েতের
(ঘ) মধ্যবিত্ত
🔘 উত্তর: (খ) গরিবের
৮. শিশুকালে অনুপম কেমনভাবে মানুষ হয়েছেন?
(ক) সাদামাটাভাবে
(খ) কঠোর শ্রমে
(গ) অনাদরে
(ঘ) আদরে
🔘 উত্তর: (ঘ) আদরে
৯. সাতাশ বছর বয়সেও কী প্রতিভাত হয়?
(ক) উদ্দীপনা
(খ) বিশেষ মূল্য
(গ) উচ্ছলতা
(ঘ) প্রাণের আবেগ
🔘 উত্তর: (খ) বিশেষ মূল্য
১০. ‘অপরিচিতা’ গল্পে ফুলের বুকের উপরে কী এসে বসেছিল?
(ক) মৌমাছি
(খ) বোলতা
(গ) হামিংবার্ড
(ঘ) ভ্রমর
🔘 উত্তর: (ঘ) ভ্রমর
১১. “কোলে কোলেই মানুষ” শব্দ অনুসরণ করে ব্যবহৃত হয়েছে?
(ক) রূপতত্ত্ব
(খ) বাক্যতত্ত্ব
(গ) বাগর্থতত্ত্ব
(ঘ) বাগধারা
🔘 উত্তর: (ঘ) বাগধারা
১২. কারা অনুপমের ছোট লেখার রস বুঝবেন?
(ক) ছোটকে যারা সামান্য বলে ভুল করেন না
(খ) যারা শিল্প-সংস্কৃতির বোদ্ধা
(গ) ছোটকে যারা ক্ষুদ্র জ্ঞান করেন না
(ঘ) যারা অনুপমের লেখার সাথে পরিচিত
🔘 উত্তর: (ক) ছোটকে যারা সামান্য বলে ভুল করেন না
১৩. অনুপম তার মামাকে কীসের বালির সাথে তুলনা করেছেন?
(ক) ফল্গুর
(খ) সরস্বতীর
(গ) গঙ্গার
(ঘ) যমুনার
🔘 উত্তর: (ক) ফল্গুর
১৪. কেমন ঘর থেকে অনুপমের সম্বন্ধ এসেছিল?
(ক) শিল্পপতি পরিবার
(খ) বনেদি ঘর
(গ) অনেক বড় ঘর
(ঘ) মধ্যবিত্ত ঘর
🔘 উত্তর: (গ) অনেক বড় ঘর
১৫. অনুপম নিতান্তই ভালো মানুষ কেন?
(ক) শৈশব থেকে কোলে কোলে মানুষ বলে
(খ) ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নাই বলে
(গ) অনুপম মাথার উপরে মামা রয়েছেন
(ঘ) তার সৎপাত্র তাই
🔘 উত্তর: (খ) ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নাই বলে
১৬. অনুপমের থেকে তার মামা বড়জোর কত বছরের বড়?
(ক) দুই
(খ) তিন
(গ) চার
(ঘ) ছয়
🔘 উত্তর: (ঘ) ছয়
১৭. ‘অপরিচিতা’ গল্পে পদক্ষেপের ইতিহাসে কার পদক্ষেপের কথা বলা হয়েছে?
(ক) কথকের
(খ) জীবনের
(গ) ভ্রমরের
(ঘ) মৌমাছির
🔘 উত্তর: (গ) ভ্রমরের
১৮. ‘অপরিচিতা’ গল্পে ‘পণ’ বলতে কী বোঝান হয়েছে?
(ক) অঙ্গীকার
(খ) দৃঢ়সংকল্প
(গ) শর্ত
(ঘ) যৌতুক
🔘 উত্তর: (ঘ) যৌতুক
১৯. পণ সম্বন্ধে দুই পক্ষে কেমন কথা ঠিক হয়েছিল?
(ক) পাকাপাকি
(খ) বাঁধাধরা
(গ) কড়াকড়ি
(ঘ) মোটামুটি
🔘 উত্তর: (ক) পাকাপাকি
২০. অনুপমের মামার মন নরম হলো কেন?
(ক) মেয়ের রূপ সৌন্দর্যে
(খ) মেয়ের বংশের কৌলিন্যে
(গ) হরিশের সরস রসনার গুণে
(ঘ) মেয়ের বাবার অর্থের লোভে
🔘 উত্তর: (ঘ) মেয়ের বাবার অর্থের লোভে
২১. অনুপশের বন্ধুর নাম কী?
(ক) নরেশ
(খ) হরিশ
(গ) হরেন
(ঘ) পরেশ
🔘 উত্তর: (খ) হরিশ
২২. মামার কেমন কন্যা পছন্দ নয়?
(ক) নিম্নবিত্তের
(খ) ধনীর
(গ) মধ্যবিত্তের
(ঘ) গরিবের
🔘 উত্তর: (খ) ধনীর
২৩. কে অনুপমের মন উতলা করে দিল?
(ক) কল্যাণী
(খ) হরিশ
(গ) নিরূপমা
(ঘ) পরেশ
🔘 উত্তর: (খ) হরিশ
২৪. হরিশ কোন বিষয়ে অদ্বিতীয় ছিল?
(ক) ঘটকালিতে
(খ) তাস পেটাতে
(গ) আসর জমাতে
(ঘ) গুল মারতে
🔘 উত্তর: (গ) আসর জমাতে
২৫. ‘অপরিচিতা’ গল্পে অনুপম ‘উমেদারি’ বলতে কী বুঝিয়েছেন?
(ক) মোসাহেবি
(খ) চাকরির আশায় ঘোরাঘুরি
(গ) প্রত্যাশী
(ঘ) পাণিপ্রার্থী
🔘 উত্তর: (খ) চাকরির আশায় ঘোরাঘুরি
২৬. ‘অপরিচিতা’ গল্পে কন্যার পিতা কাকে বিশ্বাস করেন?
(ক) পাত্রকে
(খ) পাত্রের মামাকে
(গ) হরিশকে
(ঘ) বিনুদাকে
🔘 উত্তর: (গ) হরিশকে
২৭. ‘অপরিচিতা’ গল্পের কন্যাকে আশীর্বাদ করার জন্য কাকে পাঠান হলো?
(ক) পাত্রকে
(খ) হরিশকে
(গ) বিনুদাদাকে
(ঘ) মামাকে
🔘 উত্তর: (গ) বিনুদাদাকে
২৮. অনুপমের নিজের চোখে মেয়ে দেখা হলো না কেন?
(ক) এটি বড়ই আপত্তির কাজ
(খ) কুলীন বংশে এটি চলে না
(গ) মামার এতে ঘোরতর আপত্তি ছিল
(ঘ) সাহস করে প্রস্তাব করতে না পারায়
🔘 উত্তর: (ঘ) সাহস করে প্রস্তাব করতে না পারায়
২৯. ’অপরিচিতা’ গল্পের কন্যার পিতার বয়স কত?
(ক) চল্লিশ
(খ) চল্লিশের কিছু এপারে
(গ) চল্লিশের কিছু ওপারে
(ঘ) চল্লিশের কিছু এপার বা ওপারে
🔘 উত্তর: (ঘ) চল্লিশের কিছু এপার বা ওপারে
৩০. ‘অপরিচিতা’ গল্পের কন্যার পিতার নাম কী?
(ক) বিশ্বনাথ বাবু
(খ) শম্ভুনাথ বাবু
(গ) আদ্যিনাথ বাবু
(ঘ) বিশ্বম্ভুনাথ বাবু
🔘 উত্তর: (খ) শম্ভুনাথ বাবু
৩১. বিনুদাদা কে?
(ক) অনুপমের পিস্তুতো ভাই
(খ) অনুপমের মাসতুতো ভাই
(গ) অনুপমের মামার ভায়রা
(ঘ) হরিশের খুরতুতো ভাই
🔘 উত্তর: (ক) অনুপমের পিস্তুতো ভাই
৩২. বিনুদা ফিরে এসে মেয়ে সম্পর্কে কী বললেন?
(ক) মেয়ে চমৎকার সুন্দরী
(খ) মেয়ের সৌন্দর্যের বলিহারি যাই
(গ) খাঁটি সোনা বটে
(ঘ) হীরের টুকরো একটা
🔘 উত্তর: (গ) খাঁটি সোনা বটে
৩৩. ‘অপরিচিতা’ গল্পে নায়কের নাম কী?
(ক) পরেশ
(খ) সুরেশ
(গ) নিরূপম
(ঘ) অনুপম
🔘 উত্তর: (ঘ) অনুপম
৩৪. অনুপম কত বছর ধরে কল্যাণীর পাশে অবস্থান করছে?
(ক) দুই
(খ) তিন
(গ) চার
(ঘ) পাঁচ
🔘 উত্তর: (গ) চার
৩৫. ‘অপরিচিতা’ গল্পের নায়িকার নাম কী?
(ক) মৃন্ময়ী
(খ) নারানী
(গ) কল্যাণী
(ঘ) শেফালি
🔘 উত্তর: (গ) কল্যাণী
৩৬. কার নিষেধ অমান্য করে অনুপম কানপুরে এসেছে?
(ক) মামার
(খ) মায়ের
(গ) পিস্তুতো ভাইয়ের
(ঘ) বন্ধুর
🔘 উত্তর: (ক) মামার
৩৭. অনুপম কাকে নিয়ে তীর্থে যাচ্ছিল?
(ক) মামাকে
(খ) মাকে
(গ) বিনুদাদাকে
(ঘ) স্বয়ং নিজকে
🔘 উত্তর: (খ) মাকে
৩৮. ‘অপরিচিতা’ গল্পের কার মুখে কোনো কথা নেই?
(ক) মামার
(খ) অনুপমের
(গ) শম্ভুনাথের
(ঘ) বিনুদাদার
🔘 উত্তর: (গ) শম্ভুনাথের
৩৯. ’প্রদোষ’ শব্দটির অর্থ কী?
(ক) প্রকৃষ্ট দোষ
(খ) উত্তম দোষ
(গ) রাত্রি
(ঘ) রাত্রিকাল
🔘 উত্তর: (গ) রাত্রি
৪০. রেলভ্রমণকালে দেখা মেয়েটির সুধাকণ্ঠকে অনুপম কীসের সাথে তুলনা করেছে?
(ক) জিয়ন কাঠি
(খ) সোনার কাঠি
(গ) রুপার কাঠি
(ঘ) হীরার কাঠি
🔘 উত্তর: (খ) সোনার কাঠি
৪১. ‘অপরিচিতা’ গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
(ক) সবুজপত্র
(খ) কালের খেয়া
(গ) কল্লোল
(ঘ) বঙ্গদর্শন
🔘 উত্তর: (ক) সবুজপত্র
৪২. ‘অপরিচিতা’ গল্পে কার আচরণে যৌতুকপ্রথা প্রতিরোধের সম্মুখীন হয়েছে?
(ক) অনুপম
(খ) কল্যাণীর পিতা
(গ) অনুপমের মামা
(ঘ) কল্যাণী
🔘 উত্তর: (খ) কল্যাণীর পিতা
৪৩. ‘সবুজপত্র’ মাসিক পত্রের সম্পাদক কে ছিলেন?
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) প্রমথ চৌধুরী
(গ) দেবেন্দ্রনাথ ঠাকুর
(ঘ) অক্ষয়কুমার দত্ত
🔘 উত্তর: (খ) প্রমথ চৌধুরী
৪৪. ‘অপরিচিতা’ গল্পের বিশেষ দিক কোনটি?
(ক) নারীর সঠিক মূল্যায়ন
(খ) পুরুষতন্ত্রের অমানবিকতা
(গ) পুরুষের আধিপত্য প্রতিষ্ঠা
(ঘ) নারীশিক্ষার প্রসার
🔘 উত্তর: (খ) পুরুষতন্ত্রের অমানবিকতা
৪৫. নিচের কোনটি ‘অপরিচিতা’ গল্পের কল্যাণী চরিত্রের ক্ষেত্রে সাযুজ্যপূর্ণ?
(ক) ভীতু
(খ) পরমুখাপেক্ষী
(গ) সংকীর্ণতা
(ঘ) বলিষ্ঠ ব্যক্তিত্ব
🔘 উত্তর: (ঘ) বলিষ্ঠ ব্যক্তিত্ব
৪৬. ‘অপরিচিতা’ কোন পুরুষের জবানিতে লেখা?
(ক) মধ্যম পুরুষ
(খ) শেষ পুরুষ
(গ) কালপুরুষ
(ঘ) উত্তম পুরুষ
🔘 উত্তর: (ঘ) উত্তম পুরুষ
৪৭. ‘ফল্গু’ নদী কোথায় অবস্থিত?
(ক) ভারত
(খ) বাংলাদেশ
(গ) নেপাল
(ঘ) শ্রীলংকা
🔘 উত্তর: (ক) ভারত
৪৮. সবকিছুর পরও অনুপম তার ভাগ্যকে কেমন বলছে?
(ক) একপ্রকার ভালো
(খ) ভালো
(গ) মোটামুটি
(ঘ) চমৎকার
🔘 উত্তর: (খ) ভালো
৪৯. ’অপরিচিতা’ গল্পে নায়িকাকে ‘অপরিচিতা’ বলার মধ্যে কী ফুটে উঠেছে?
(ক) নায়িকাকে না চেনা
(খ) নায়িকার সাথে মিলন না হওয়া
(গ) নায়িকার সব কর্মকাণ্ড সম্পর্কে অজ্ঞতা
(ঘ) নায়িকার অন্তর্নিহিত শক্তিকে না-চেনা
🔘 উত্তর: (ঘ) নায়িকার অন্তর্নিহিত শক্তিকে না-চেনা
৫০. বছরের পর বছর অনুপম কোথায় অবস্থান করছে?
(ক) কানপুরে
(খ) বোলপুরে
(গ) শম্ভুনাথ বাবুর বাড়িতে
(ঘ) কল্যাণীর পাশে
🔘 উত্তর: (ঘ) কল্যাণীর পাশে
৫১. ‘অপরিচিতা’ গল্পে অনুপম যখন কল্যাণীর পাশে আসে তখন তার বয়স কত ছিল?
(ক) বাইশ
(খ) তেইশ
(গ) চব্বিশ
(ঘ) পঁচিশ
🔘 উত্তর: (খ) তেইশ
৫২. অনুপমের হাত জোড়ে মাথা হেঁটে কার হৃদয় গলেছে?
(ক) মামার
(খ) মায়ের
(গ) শম্ভুনাথ বাবুর
(ঘ) কল্যাণীর
🔘 উত্তর: (গ) শম্ভুনাথ বাবুর
৫৩. কল্যাণী কীসের ব্রত গ্রহণ করেছে?
(ক) দেশমাতৃকার সেবার
(খ) দেশমাতাকে উদ্ধারের
(গ) মেয়ে শিক্ষার
(ঘ) সংস্কারের
🔘 উত্তর: (গ) মেয়ে শিক্ষার
৫৪. কল্যাণী বিয়ে করবে না কেন?
(ক) তিক্ত অভিজ্ঞতায়
(খ) মাতৃ-আজ্ঞায়
(গ) পিতৃ-আজ্ঞায়
(ঘ) বয়স হওয়ায়
🔘 উত্তর: (খ) মাতৃ-আজ্ঞায়
৫৫. শম্ভুনাথ সেন পেশায় কী?
(ক) উকিল
(খ) মোক্তার
(গ) চাকরিজীবী
(ঘ) ডাক্তার
🔘 উত্তর: (ঘ) ডাক্তার
৫৬. অনুপম রেলস্টেশনে কী ফেলে গেল?
(ক) ট্রাঙ্ক
(খ) কেতলি
(গ) ক্যামেরা
(ঘ) ফটোগ্রাফ
🔘 উত্তর: (গ) ক্যামেরা
৫৭. চিরকাল গলার স্বর অনুপমের কাছে কেমন?
(ক) বড় সত্য
(খ) বড় বিস্ময়
(গ) বড় বিভ্রম
(ঘ) বড় আপনার
🔘 উত্তর: (ক) বড় সত্য
৫৮. কার চোখের পলক পড়ছিল না?
(ক) অনুপমের
(খ) হরিশের
(গ) মেয়েটির
(ঘ) মায়ের
🔘 উত্তর: (ঘ) মায়ের
৫৯. ‘অপরিচিতা’ গল্পের নায়িকা কোন ক্লাসের যাত্রী ছিল?
(ক) ভিআইপি
(খ) ফাস্ট ক্লাস
(গ) সেকেন্ড ক্লাস
(ঘ) থার্ড ক্লাস
🔘 উত্তর: (গ) সেকেন্ড ক্লাস
৬০. ‘অপরিচিতা’ গল্পের নায়কের কোন ক্লাসের টিকিট ছিল?
(ক) ভিআইপি
(খ) ফাস্ট ক্লাস
(গ) সেকেন্ড ক্লাস
(ঘ) থার্ড ক্লাস
🔘 উত্তর: (খ) ফাস্ট ক্লাস
অপরিচিতা গল্পের mcq প্রশ্নের উত্তর বৃত্ত দিয়ে ভরাট করে এই ব্লগে সংযোজন করা হয়েছে। প্রতিটি প্রশ্নের উত্তর ভালোভাবে অনুশীলন করলে পরীক্ষায় যেভাবেই প্রশ্ন আসুক না কেন, শিক্ষার্থীরা বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অনায়াসেই দিতে পারবে।