শীতের সকাল অনুচ্ছেদ রচনা (২য় – ১০ম শ্রেণি)

শীতের সকাল অনুচ্ছেদ রচনা
Written by IQRA Bari

শীতের সকাল অনুচ্ছেদ রচনা সম্পর্কে স্কুল, কলেজ ও মাদ্রাসার বিভিন্ন শ্রেণির বাংলা ২য়. পত্রের প্রশ্ন থাকে। শিক্ষার্থীদের বিভিন্ন পরীক্ষা প্রশ্নে বলা হয় কুয়াশাচ্ছন্ন শীতের সকাল নিয়ে রচনা অথবা অনুচ্ছেদ লিখ। উক্ত রচনা বা অনুচ্ছেদে ১৫ অথবা ২০ নম্বর দেওয়া হয়। এজন্য পরীক্ষায় ভালো নম্বর করার জন্য অনুচ্ছেদ রচনা খুবই গুরুত্বপূর্ণ।

শীতের সকাল অনুচ্ছেদ ২য় শ্রেণী থেকে শুরু করে দশম শ্রেণি পর্যন্ত প্রায় প্রত্যেক ক্লাসের শিক্ষার্থীদের পরীক্ষা প্রশ্নে আসার সম্ভাবনা থাকে। এজন্য শ্রেণি শিক্ষকগণ অনুচ্ছেদ রচনার উপর বিশেষ ভাবে গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদেরকে পাঠদান করেন। এখানে ২য় শ্রেণী থেকে ১০ম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থীদের জন্য একটি শীতের সকাল রচনা বা অনুচ্ছেদ উপস্থাপন করা হলো।

শীতের সকাল অনুচ্ছেদ রচনা

শীতের সকাল হলো একটি ঠান্ডা এবং কুয়াশাচ্ছন্ন সকাল। শীতের সকালে বাতাস খুব ঠান্ডা এবং শুষ্ক হয়। গাছের ডালে শিশির জমে থাকে। ঘাসের উপরও শিশির জমে থাকে। কুয়াশায় চারদিক ঢাকা থাকে। কুয়াশার কারণে সূর্য অনেকক্ষণ ধরে দেখা যায় না।

শীতের সকালে গ্রামীণ জীবন সত্যিই খুব আকর্ষণীয়। শীত ঋতুতে সারা রাত ও সকালে শিশির ফোঁটা পড়ে। কৃষক ও রাখালেরা ভোরবেলা তাদের লাঙ্গল ও গরু নিয়ে মাঠে চলে যায়। তারা মাঠে জমি চাষ ও পবাদি পশু চড়ায়।

শহরের জীবনেও শীতের সকালের নিজস্ব সৌন্দর্য রয়েছে। শহরের রাস্তাঘাট তখন প্রায়ই ফাঁকা থাকে। গাড়ির হর্নের শব্দ তেমন শোনা যায় না। মানুষ তখন ঘুম থেকে উঠে না। অল্প সংখ্যাক মানুষই ভোরে উঠে, যাদের কাজে যেতে হয়।

শীতের সকালে প্রকৃতি এক অপূর্ব রূপ ধারণ করে। এই সকালের সৌন্দর্য উপভোগ করার জন্য মানুষ ঘুম থেকে উঠে প্রকৃতির মাঝে চলে যায়। তারা চায় এই সকালের সৌন্দর্যকে চোখের মণির মতো ধারণ করতে।

একটি শীতের সকালে আমি আমার বাড়ির জানালা দিয়ে বাইরে তাকালাম। চারদিক কুয়াশাচ্ছন্ন ছিল। আমি ঘাসের উপর শিশির জমতে দেখলাম। আমি কৃষকদের লাঙ্গল ও গরু নিয়ে মাঠে যাওয়া দেখলাম। আমি শহরের রাস্তাঘাট ফাঁকা দেখে অবাক হলাম। আমি এই শীতের সকালে প্রকৃতির অপূর্ব রূপ উপভোগ করলাম।

শেষ কথা

অনুচ্ছেদ শীতের সকাল রচনাটি সকল শ্রেণির শিক্ষার্থীরাই তাদের পরীক্ষা প্রশ্নের উত্তরে কম-বেশি করে লিখতে পারবে। যারা ২য় শ্রেণি থেকে ৬ষ্ঠ শ্রেণিতে পড়ে, তারা অনুচ্ছেদের পুরো অংশ লেখার প্রয়োজন নেই। নিজের মতো করে উপরোক্ত ৫ টি প্যারাগ্রাফের ২/৩ টি প্যারাগ্রাফ শিখলেও হবে।

আবার যারা সপ্তম শ্রেণি থেকে দশম শ্রেণিতে পড়ে, তারা চাইলে ৫ টি প্যারাগ্রাফই শিখতে পারেন। এতে প্রশ্ন -উত্তরের ২০ নম্বরই পাওয়ার সম্ভাবনা রয়েছে। যাইহোক, আশাকরি শীতের সকাল অনুচ্ছেদ রচনাটি সকল শিক্ষার্থীদের জন্যই কাজে আসবে।

Leave a Comment

error: Content is protected !!