বিভিন্ন ধরণের বাংলা শব্দের মাধ্যমে বাক্য রচনা করা প্রাথমিক শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজ। স্কুলের রুটিন অনুযায়ী তাদেরকে প্রতিদিন কিছুনা কিছু শব্দ দিয়ে বাক্য রচনা করতেই হয়। শিক্ষকরা অত্যন্ত গুরুত্বের সাথে শিক্ষার্থীদেরকে বাক্য রচনার অনুশীলন করান।
বাক্য রচনার মাধ্যমে শিক্ষার্থীদের ভাষা ও সাহিত্যের জ্ঞান সমৃদ্ধ হয়। বিশেষ করে প্লে-শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থীরাই বাক্য রচনার অনুশীলন করে। এই ব্লগ থেকেও আজ আমরা ৫ টি শব্দ যথা – বিশ্ব, যুগান্তর, অগ্রদূত, জ্ঞান ও চেতনা দিয়ে বাক্য গঠন করা শিখবো।
শিক্ষার্থীদের সুবিধার্থে আমরা উল্লেখিত ৫ টি শব্দের প্রত্যেকটির আলাদা আলাদা ৫ টি অর্থপূর্ণ বাক্য গঠন করে দেখিয়েছি। এতে করে শিক্ষার্থীরা বাক্য গঠনের একটি চমৎকার কৌশল আয়ত্ব করতে পারবে।
আরও পড়ুনঃ মাঝি, স্কুল, জাতীয়, শীত ও পতাকা দিয়ে বাক্য গঠন
চেতনা দিয়ে বাক্য গঠন
- মোদের চেতনায় আছে বাংলা, আছে ভালোবাসা দেশপ্রেম।
- মুক্তিযোদ্ধারা বাঙালির চেতনায় অমর হয়ে থাকবে।
- আমরা চেতনায় তোমার বসবাস।
- ওরা মৃত, যাদের চেতনায় মানবতা নেই।
- দুখিদের কষ্ট ওদের চেতনায় আঘাত করে না।
বিশ্ব দিয়ে বাক্য গঠন
- বিশ্বের সবকিছুই মানুষের কল্যাণে নিয়োজিত।
- বিশ্বকে একদিন অবাক করে দেবো।
- বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।
- বিশ্বকাপ খেলা এবার কাতারে অনুষ্ঠিত হয়েছে।
- গোটা বিশ্বের সবকিছুই মরণশীল, এক আল্লাহর সত্তা ছাড়া।
আরও পড়ুনঃ পাতা, সুন্দর, আনন্দ, সজীব ও ফুল দিয়ে বাক্য গঠন
যুগান্তর দিয়ে বাক্য গঠন
- বাংলাদেশের একটি নিউজপেপারের নাম দৈনিক যুগান্তর।
- মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে ঘুরছে।
- আজকের যুগান্তর পত্রিকায় প্রথম শিরোনাম হলো রমজান।
- যুগান্তর শব্দের অর্থ যুগ, যুগ।
- যে ফুল যুগ -যুগান্তরে খুশবো ছড়ায়।
অগ্রদূত বাক্য গঠন
- তিনি ছিলেন আমাদের অগ্রদূত।
- অগ্রদূতেরা বিলাসিতা পছন্দ করে না।
- রাসূল (সা.) ইসলাম প্রচারের অগ্রদূত।
- আমি কখনই অগ্রদূত ছিলাম না।
- তোমরা অগ্রদূতদের কথা মান্য কর।
আরও পড়ুনঃ অবরোধ, স্বাধীন, রাজনীতি, জনক ও সসীম দিয়ে বাক্য গঠন
জ্ঞান দিয়ে বাক্য গঠন
- দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন কর।
- জ্ঞানের মৃত্যু নেই।
- জ্ঞান মানুষকে আলোর পথ দেখায়।
- জ্ঞানীরা ফলবান বৃক্ষের মতো।
- অর্থ অপেক্ষা জ্ঞান শ্রেষ্ঠ।
প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা প্রতিদিন বাংলা শব্দ দিয়ে বাক্য রচনার অনুশীলন করছো, তারা অবশ্যই বাংলা শব্দ ভাণ্ডার থেকে নিয়মিতই নতুন নতুন শব্দ অর্থ সহ শিখবা। এতে তোমাদের বাক্য রচনাকালে সুবিধা হবে। যে শিক্ষার্থীর শব্দ ভাণ্ডার যতবেশি সমৃদ্ধ সে শিক্ষার্থী বাক্য রচনাতেও বেশ এগিয়ে থাকে।
যাইহোক, আশাকরি এখন থেকে তোমরা উপরে উল্লেখিত ৫ টি শব্দ যথা – বিশ্ব, যুগান্তর, অগ্রদূত, জ্ঞান ও চেতনা দিয়ে বাক্য গঠন করতে পারবা অনায়াসেই। আর হ্যাঁ, তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো। আমরা যথাসাধ্য তোমাদের সহযোগিতায় প্রস্তত রয়েছি।